এইমাত্র
  • স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
  • ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন বুধবার
  • সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার
  • হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!
  • বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
  • নাটোরে মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার
  • ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
  • নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি পুকুর থেকে উদ্ধার
  • নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
  • মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
  • আজ মঙ্গলবার, ১ বৈশাখ, ১৪৩২ | ১৫ এপ্রিল, ২০২৫

    সাংবাদিক হেনস্থা

    মাদারীপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার ঘটনায় যৌথবাহিনীর অভিযান

    মাদারীপুরের শিবচরে অতিরিক্ত ভাড়া আদায় ও সাংবাদিক হেনস্থার অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। 

    রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচ্চর গোলচত্বরে এ ঘটনা ঘটে।

    গণমাধ্যমকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বাড়তে থাকে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা সিটের জন্য অপেক্ষা করলেও বেশিরভাগ বাস অতিরিক্ত ভাড়া আদায় করে গাদাগাদি করে যাত্রী বহন করছিল। যেখানে নির্ধারিত ভাড়া ১৫০ টাকা, সেখানে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ওঠে।

    এ সময় সময়ের কন্ঠস্বরের সাংবাদিক ভিড়ের ছবি তুলতে গেলে বাস শ্রমিকরা তার ক্যামেরা ছিনিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংবাদকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। পরে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

    শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, "অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অভিযানে একাধিক বাসকে জরিমানা করা হয় এবং অতিরিক্ত ভাড়া কমিয়ে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়।"

    শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, "অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ও ফিটনেসবিহীন একাধিক বাস মালিককে জরিমানা করা হয়েছে। সাংবাদিক হেনস্থার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

    এমআর

    Loading…